
মায়ায় ছোয়া আদর,
আদর করে ডাকে আমায়
লক্ষি সোনা বাদর।
দিন দুপুরে সাজে দিদি
কাঁজলে আঁকে আঁখি,
বাঁকা ঠোঁটের হাসি যেন
ঠোঙায় তুলে রাখি।
আমার দিদি লক্ষি বটে
নেই তাহার জুড়ি,
আমার ভিষণ খেয়াল রাখে
যেন পাকনা বুড়ি।
হারাবো না কভু তারে
বাঁধবো মায়ার ডুরে,
অনিচ্ছা তে ও নেবে নাকি
দুলাভাই নামক চুরে।
দিদি আছে যার ঘরে
করনা হাত ছাড়া,
আদর বিনে মরবে পরে
হবে ছন্ন’ছাড়া।