মো. আব্দুল ওয়াদুদ, বগুড়া প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, আব্দুল মান্নান বগুড়ায় আওয়ামী লীগ বিরোধি অপশক্তিকে মোকাবেলা করেছেন সাহসিকতার সাথে। মানুষের হৃদয় জয় করে তিনি এমপি নির্বাচিত হয়েছিলেন। সারিয়াকান্দি ও সোনাতলাবাসীকে যমুনার ভাঙ্গন থেকে রক্ষায় পদক্ষেপ নিয়েছেন। এই এলাকার উন্নয়ন অব্যহত রাখতে উপ-নির্বাচনে নৌকার প্রার্থীকে জয়ী করতে হবে। তিনি নৌকার বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীসহ সবার প্রতি আহবান জানান। তিনি বুধবার বিকেলে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি, বগুড়া-১ আসনের সাবেক এমপি আব্দুল মান্নানের স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। বগুড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের শহীদ খোকন পার্কে অনুষ্ঠিত স্মরন সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন ও সাখাওয়াত হোসেন শফিক, রাজশাহীর এমপি আয়েন উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান ডা: মকবুল হোসেন, জয়পুরহাট জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান, আব্দুল মান্নানের সহধর্মীনী ও বগুড়া-১ আসনের উপ-নির্বাচনে আ’লীগ প্রার্থী সাহাদারা মান্নান। বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু’র সঞ্চালনায় সভায় জেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Check Also
বগুড়া পৌরসভা নিবার্চনঃ বিএনপি’র মেয়র প্রার্থী বাদশার নির্বাচনী ইস্তেহার ঘোষণা
আব্দুল ওয়াদুদ,বগুড়া প্রতিনিধি: আসন্ন বগুড়া পৌরসভা নিবার্চনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম বাদশা (ধানের …