মো: আবু বকর সিদ্দিক বক্কর,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু নিজ উদ্যোগে ব্যক্তিগত তহবিল থেকে শনিবার সকাল থেকে অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণের জন্য ত্রাণ নিয়ে ছুটে চলছেন উপজেলার এ প্রান্ত থেকে ও প্রান্তে। তিনি নিজ গাড়ীতে বহন করে এ সব ত্রান পৌঁছে দিচ্ছেন দুস্থদের বাড়ি বাড়ি গিয়ে। তিনি আদমদীঘি উপজেলার সদর, ছাতিয়ানগ্রাম, চাপাপুর, কুন্দুগ্রাম, কদমা, করজবাড়ী, দমদমা, সান্তাহার লকু কলোনী, পৌওতা, বশিপুর, ইয়ার্ড কলোনী এলাকায় অসহায় ও দুস্থদের মাঝে এসব ত্রাণের চাল, ডাল, আলু, পিঁয়াজ ও তেল পৌঁছে দিচ্ছেন।
এ ব্যাপারে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু বলেন, করোনা ভাইরাস সংক্রমন রোধে সামাজিক নিরাপদ দুরত্ব বজায় রাখতে বাড়ি বাড়ি গিয়ে ত্রান পৌঁছে দিচ্ছি। আমাদের উপজেলায় একটি মানুষও না খেয়ে মারা যাবে না। ভবিষ্যতে আমার ব্যক্তিগত সাহায্য ও সহযোগিতা অব্যাহত থাকবে।
প্রচ্ছদ / বগুড়ার খবর / দুস্থদের জন্য ত্রাণ নিয়ে ছুটে চলেছেন আদমদীঘি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু
Check Also
বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত
মোঃ আব্দুল ওয়াদুদ,বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল …