দেশের শীর্ষ দৈনিক কালের কণ্ঠ’র ১০ম বছরে পদার্পন উপলক্ষে বগুড়ায় বিভিন্ন কর্মসুচি পালিত হয়েছে। কালের কণ্ঠ বগুড়া পরিবারের পক্ষ থেকে গৃহীত কর্মসূচির মধ্যে ছিলো মুক্তিযোদ্ধা ও শিক্ষক সংবর্ধনা, আলোচনা সভা, কেক কাটা এবং শোভাযাত্রা। শনিবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে দুইজন বীরমুক্তিযোদ্ধা জমসেদ আলী, শামসুল হক ও ২ জন শিক্ষক অধ্যক্ষ মোকছেদুল আলম ও নজরুল ইসলামকে ক্রেস্ট প্রদান, উত্তরীয় পরিয়ে এবং ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা জানানো হয়। বগুড়া শুভসংঘের সভাপতি আব্দুস সালাম বাবু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এফবিসিসিআই এর পরিচালক ও বগুড়া চেম্বার অব কমার্স সভাপতি মাসুদুর রহমান মিলন। বিশেষ অতিথি ছিলেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবতী, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহাদত আলম ঝুনু, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতান মাহমুদ খান রনি, বগুড়া প্রেসক্লাবের সভাপতি প্রদীপ ভট্টাচার্য শংকর, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নান আকন্দ, জেলা পরিষদ সদস্য মাফুজুল ইসলাম রাজ। কবি সাংবাদিক এইচ আলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংবর্ধিত অধ্যক্ষ মোকছেদুল আলম, মুক্তিযোদ্ধা জমসেদ আলী, কালের কণ্ঠ বগুড়া ব্যুরো প্রধান লিমন বাসার, শুভসংঘের সাধারণ সম্পাদক শিশির মোস্তাফিজ।
Check Also
সোনাতলায় বিদ্যুৎ বিড়ম্বনায় জনভোগান্তি চরমে
রবিউল ইসলাম শাকিলঃ বগুড়া জেলার সোনাতলা উপজেলায় গত কয়েকদিন যাবৎ অতিরিক্ত বিদ্যুৎবিড়ম্বনা লক্ষ্য করা যাচ্ছে। …