রাকিবুল ইসলাম, ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য ইমরুল কাদের সেলিমের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলা শহীদ মিনার চত্বরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম সোবাহানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম রেজা, শফিকুল ইসলাম শফি, প্রকৌশলী আসিফ ইকবাল সনি, সাংগঠনিক সম্পাদক ভিপি সাইফুল ইসলাম, যুগ্ন সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, সদস্য মোজাফ্ফর আলী, বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী, শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আব্বিয়া, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজনীন নাহার, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আলীম আল-রাজী বুলেট, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদ হেদায়েতুল ইসলাম গামা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফি, সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি, সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । উক্ত প্রতিবাদ সভায় রাজনৈতিক প্রতিহিংসার শিকার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, সহসভাপতি আসিফ ইকবাল সনি, যুগ্ন সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মহসীন আলম এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য ইমরুল কাদের সেলিম সহ ১৩ জনের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।
Check Also
বগুড়ায় বাসদ( মার্কসবাদী) অফিসে হামলাকারীদের গ্রেফতার ও ৫ দফা বাস্তায়ন না করলে ৭ ফেব্রুয়ারী ধর্মঘট- সংগ্রাম পরিষদ
খবর বিজ্ঞপ্তিঃ হামলাকরী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার এবং সংগ্রাম পরিষদের ৫ দফা দাবি ২৮ জানুয়ারির মধ্যে …