রাকিবুল ইসলাম,স্টাফ রিপোর্টার, বগুড়ার ধুনট উপজেলার প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করেছেন আশ্রয়ণ-২ প্রকল্পের পরিচালক ও অতিরিক্ত সচিব মাহাবুব হোসেন।
শনিবার (১০ জুলাই) বিকাল ৪ টায় উপজেলার সদর ইউনিয়নের কুঠিবাড়ি আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করেন। এসময় বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক, আশ্রয়ন প্রকল্পের সহকারী প্রকৌশলী ইসতিয়াক নাসির, মনিটরিং অফিসার নাসির উদ্দিন, বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান, ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত, শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন,ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহাসিন আলম, ধুনট পৌরসভার মেয়র এজি,এম,বাদশাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা,পৌর কাউন্সিলর আলী আজগর মান্নান প্রমূখ উপস্থিত ছিলেন।