রাকিবুল ইসলাম , স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনটে মাসুদ রানা (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে থানা পুলিশ। রবিবার দিবাগত রাতে উপজেলার কৈয়াগাড়ী গ্রামের বড়ইতলী এলাকার নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যবসায়ী ঐ গ্রামের মৃত বদিউজ্জামানের ছেলে।
ধুনট থানার এস আই নুরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫ (পনের) পিছ ইয়াবাসহ একাধিক মাদক মামলার আসামী মাসুদ রানাকে আটক করা হয়। মাদক দ্রব্য নিয়োন্ত্রণ আইনের আওতায় মামলা দায়েরের পর সোমবার সকালে আসামীকে জেলা কারাগারে পাঠানো হয়।