মোঃ রাকিবুল ইসলাম,ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলার অসহায় কৃষকের ধান কেটে দিলো আওয়ামী লীগ ও কৃষকলীগের নেতাকর্মীরা। রোজা রেখেও কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে আওয়ামী লীগে ও কৃষকলীগ। করোনাভাইরাসের এই সংকটের সময় ধান কাটা শ্রমিক সংকট হয়েছে, অন্যদিকে অনেক কৃষক পড়ছেন চরম আর্থিক সংকটে। ফলে জমিতে বোরো মৌসুমের ধান পেকে যাওয়ার পরও সেই ধান ঘরে তুলতে পারছেন না সেই অসহায় কৃষকরা। মঙ্গলবার (২৮এপ্রিল) বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান মজনুর নেতৃত্বে আওয়ামী লীগ ও কৃষকলীগ নেতাকর্মীরা উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ী গ্রামের কৃষক বাবুল মন্ডলের ৫০ শতাংশ জমির ধান কেটে তার বাড়িতে পৌঁছে দিয়েছে ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, বগুড়া জেলা কৃষক লীগের সভাপতি আলমগীর বাদশা, সাধারণ সম্পাদক মুঞ্জুরুল হক মুঞ্জু, সহসভাপতি আবু বক্কর সিদ্দিকী রাজা, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কুদরত-ই-খুদা জুয়েল, রেজাউল করিম, শেরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুলতান মাহমুদ, ধুনট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, ধুনট উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পপি রানী পোদ্দার, ধুনট উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান, ধুনট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হাসান রিপন ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন প্রমুখ।
Check Also
আজ বগুড়া-১ আসনের প্রয়াত সংসদ সদস্য আব্দুল মান্নানের প্রথম মৃত্যুবার্ষিকী
বাঙালি বার্তা ডেস্কঃ আজ বগুড়া-১ আসনের প্রয়াত সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক …