রাকিবুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বগুড়ার ধুনটে মাদক বিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের মাধবডাঙ্গা গ্রামের জালাল উদ্দিন আকন্দের ছেলে রিপন মিয়া (৩৬) ও চিকাশী ইউনিয়নের হটিয়ারপাড়া গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম শফিক (৫০)।
মামলা সূত্রে জানা যায়, রিপন ও শফিক দীর্ঘদিন ধরে এলাকায় মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। মঙ্গলবার দিবাগত রাতে তারা নিজ নিজ এলাকায় মাদকদ্রব্য বিক্রি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা ও ২৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
ধুনট থানার অফিসার ইনচার্জ কৃপা সিন্ধু বালা জানান, মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালিয়ে রিপনকে ইয়াবা ট্যাবলেটসহ যমুনা নদি এলাকা থেকে এবং শফিককে গাঁজাসহ তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে তাদের কে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।