রাকিবুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনটে চার প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। বুধবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার সোনাহাটা বাজারে জেলা ভোক্তা অধিদপ্তর সংরক্ষনের সহকারি পরিচালক দেবাশীষ রায় এ অভিযান পরিচালনা করেন। এ ভ্রাম্যমান আদালতে চার প্রতিষ্ঠানে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর রবিউল করিম জানান, ‘মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার দায়ে ৩ মুদির দোকানে ৫ হাজার ও শাহিন আলম লিমিটেডের ফুট প্রডাক্টকে ভোক্তা অধিকার আইনের ৪৫ ধারায় ৮ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।