মো. আব্দুল ওয়াদুদ, বগুড়া প্রতিনিধি : বগুড়ার ধুনটে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার সকালে মৎস্য সপ্তাহ উদ্যাপন উপলক্ষে র্যালী বের হয়ে শহরের প্রধান সড়কগুলো পদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন। ‘মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) জিনাত রেহানা, উপজেলা মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফেরদৌস আলম, ধুনট থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন, ইউপি চেয়ারম্যান লাল মিয়া, নাজমুল কাদির শিপন, আতিকুল করিম আপেল, গোলাম হোসেন সরকার প্রমুখ। আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ মৎস্য চাষীদের ক্রেস্ট সম্মাননা প্রদান ও পরিষদ জলাশয়ে মাছ অবমুক্ত করা হয়।
Check Also
সোনাতলায় বিদ্যুৎ বিড়ম্বনায় জনভোগান্তি চরমে
রবিউল ইসলাম শাকিলঃ বগুড়া জেলার সোনাতলা উপজেলায় গত কয়েকদিন যাবৎ অতিরিক্ত বিদ্যুৎবিড়ম্বনা লক্ষ্য করা যাচ্ছে। …