মো. আব্দুল ওয়াদুদ, বগুড়া প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় শোক দিবস যথাযোগ মর্যাদায় পালন, ডেঙ্গুজ্বর, ছেলেধরা গুজব ও নিরাপদ সড়ক সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে উপজেলা পরিষদের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম জিন্নার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল হাই খোকন। সভায় আরো বক্তব্য রাখেন সোনাহাটা ডিগ্রী কলেজের অধ্যক্ষ বজলুর রশিদ, ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা, ভান্ডারবাড়ী উচ্চ বিদ্যালয়র প্রধান শিক্ষক মোহাম্মাদ আলী সিদ্দিকী, গোপালনগর ইউ কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, সোনাহাটা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান, জিএমসি ডিগ্রি কলেজের প্রভাষক কে এম রকিবুল হাসান, ধুনট সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক এসএম আবু জাফর সিদ্দিকি, বেড়েরবাড়ী সিনিয়র মাদ্রসার সহকারী শিক্ষক আব্দুল বাকী ও কান্তনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান প্রমুখ।
Check Also
সোনাতলায় বিদ্যুৎ বিড়ম্বনায় জনভোগান্তি চরমে
রবিউল ইসলাম শাকিলঃ বগুড়া জেলার সোনাতলা উপজেলায় গত কয়েকদিন যাবৎ অতিরিক্ত বিদ্যুৎবিড়ম্বনা লক্ষ্য করা যাচ্ছে। …