রাকিবুল ইসলাম , স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনটে রমাজান মাস উপলক্ষ্যে ধুনট পৌরসভার দরিদ্র ও দুঃস্থ পরিবারের সাহাযার্থ্যে ও করোনার কারনে কর্মহীনদের মাঝে মাননীয় প্রধান মন্ত্রীর উপহার (শুকনো খাবার) ও সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় অর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্টিদের মাঝে উন্নত জাতের ক্রসব্রীড গাভী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ধুনট পৌরসভা ও উপজেলা প্রানীসম্পদ অফিসের আয়োজনে পৌরসভা চত্বরে পৃথক পৃথক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পৌরসভার মেয়র এজিএম বাদশা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্তর সভাপতিত্বে পৃথক পৃথক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
এসময় উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি গোলাম সোবহান, ধুনট অফিসার ইনচার্জ কৃপা সিন্ধু বালা, পৌরসভার কাউন্সিলরগনসহ স্থানীয় বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।