রাকিবুল ইসলাম , ধুনটঃ ধুনটে জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাসুদ রানার নিজস্ব অর্থায়নে উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলার পৌর এলাকাসহ বিভিন্ন স্থানে দরিদ্র অসহায় দুই হাজার পরিবারের মাঝে এ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।
এসময় পৌর বিএনপির সাবেক সভাপতি আলিমদ্দিন হারুন মন্ডল, ঢাকা বিশ্ব বিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহবায়ক এসএম মাহমুদুল হাসান রনি, ধুনট সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সুমন আহম্মেদ, বগুড়া সরকারি শাহ্ সুলতান কলেজ শাখা ছাত্রদল নেতা এম এইচ সোহেল রানা ডাবলু, ছাত্রনেতা ওসমান গনী, পৌর বিএনপি নেতা কেএম সম্রাটসহ প্রমুখ উপস্থিত ছিলেন।