বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত ২ মাদক ব্যবসায়ী উপজেলার এলাঙ্গী ইউনিয়নের নলডাঙ্গা গ্রামের নুর হোসেনের ছেলে আব্দুল মান্নান ওরফে মিষ্টার ও একই গ্রামের মেছের আলীর ছেলে স্বপন মাহমুদ (২৯)। শনিবার সকালে তাদরে কে বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, আব্দুল মান্নান ওরফে মিষ্টার তার সহযোগি স্বপন কে নিয়ে তার নিজ বাড়ী থেকে মাদকদ্রব্য বিক্রি করতে ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের কে গ্রেফতার করে। এসময় তাদের নিকট থাকা ৩.২৫গ্রাম হেরোইন জব্দ করেন থানা পুলিশ।
ধুনট থানার অফিসার্স ইনচার্জ কৃপা সিন্ধু বালা জানান, গ্রেফতারকৃত ২ মাদক ব্যবসাীয়র বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরর পর শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।