বগুড়ার ধুনটে নিখোঁজের ৫দিনেও খোঁজ মেলেনি (২৮) বছর বয়সী জন্মগত মানসিক প্রতিবন্ধী লিটন হোসেন তালুকদারের। সে উপজেলার খাদুলী গ্রামের মৃত মোহসীন আলীর ছেলে। নিখোঁজের ঘটনায় লিটনের বড় ভাই সোলেমান হোসেন তালুকদার থুনট থানায় একটি সাধারন ডায়রী দায়ের করেন।
সাধারন ডায়রী সুত্রে জানা যায়, গত ২০ ফেব্রুয়ারী ২০২০ বৃহস্পতিবার দুপুরে প্রতিদিনের ন্যায় বাড়ির আশেপাশে ঘোরা ফেরার জন্য বাইরে যায়। দির্ঘ সময় সে বাড়িতে ফিরে না আসায় আত্মীয়সহ বিভিন্ন জায়গায় তাকে সবাই খুঁজতে থাকে। নিখোঁজের সময় তার পড়নে ছিলো জিন্স প্যান্ট ও লাল রঙের হাফ হাতা গেঞ্জি। তার বয়স ২৮, উচ্চতা ৫ ফিট, গায়ের রং ফর্সা, মুখমন্ডল গোলাকার, স্বাস্থ্য হালকা পাতলা, চোখ ও চুলের রং কালো। কেউ মানসিক প্রতিবন্ধী লিটন হোসেন তালুকদারের খোঁজ পেলে ধুনট থানায় যোগাযোগ করার অনুরোধ করেন লিটনের বড় ভাই সোলেমান হোসেন তালুকদার।