রাকিবুল ইসলাম , স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনট উপজেলায় হত্যা, মাদক ও জুয়াসহ গত ৭ বছরে ৯ টি মামলার পলাতক আসামি সোহরাব হোসেন (৩৭) নামের এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ শুক্রবার দুপুর ১২ টার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোহরাব হোসেন ধুনট পৌর এলাকার সদরপাড়ার আব্দুর রহমানের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত একটি খুনের মামলায় ও মাদকসহ একধিকবার গ্রেফতার করে কারাগারে পাঠানো হয় যুবলীগ নেতা সোহরাব হোসেনকে। আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে সোহরাব হোসেন আবারো মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। গত ১৯ এপ্রিল রাতে সোহরাব ও তার ভাই উপজেলা যুবলীগের সহসম্পাদক ফোরহাদ হোসেন (৪০) ফেন্সিডিল ও ইয়াবা ট্যাবলেট বিক্রি করার সময় গোপন সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ফোরহাদ হোসেনকে মাদকদ্রব্যসহ গ্রেফতারের সময় কৌশলে পালিয়ে যায় সোহরাব হোসেন।এ ঘটনায় পুলিশ বাদি হয়ে সোহরাব হোসেনে ও ফোরহাদ হোসেনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। পরে ফোরহাদ হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ঘটনার পর থেকে সোহরাব হোসেন পলাতক ছিলেন। বাড়িতে ফেরার খবর পেয়ে শুক্রবার দুপুরে পুলিশ সোহরাব হোসেনকে গ্রেপ্তার করে।
উল্লেখ্য গ্রেফতারকৃত আসামি সোহরাব হোসেন ধুনট পৌর যুবলীগের সাবেক সভাপতি। তার বিরুদ্ধে বগুড়া সদর ও ধুনট থানায় ৯ টি মামলা দায়ের হয়েছে গত ৭ বছরে। মাদক বিক্রির অভিযোগে কয়েক দফা পুলিশের হাতে গ্রেফতার হওয়ায় সোহরাব হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানা যায়।
ধুনট থানার অফিসার ইনচার্জ কৃপা সিন্ধু বালা বলেন, সোহরাব হোসেন এলাকায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাকে মাদকসহ একাধিকবার গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ ৯ টি মামলা রয়েছে। বিকেলের দিকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।