জাগো হে বিহঙ্গ! আজ অশ্রু মোচনের উৎসব হবে।
অশ্রু… এ যেন শুধুই খানিকটা বাষ্পায়িত নোনা জল..
বঙ্গমাতার শয়নকক্ষে, চারণভূমিতে.. ছড়িয়ে ছিটিয়ে
অবাধে জন্ম নেয় এই লবণাক্ততা!
তারপর..
সূর্যাস্তের গোধূলি লগেড়ব দাঁড়িয়ে
স্বাধীনতার নির্মল আকাশটা দেখছিল যে অবোধ বালক;
এখন রায়ের বাজার নামক অজ্ঞাত শ্মশানে ঘোরে তার প্রেতাত্মা!
যে ভাই ৫২তে মাকে আশ্বাস দিয়েছিল বাকস্বাধীনতার;
বিস্ফোরণে আজ খন্ড বিখন্ড তার শরীর!
২৫এ মার্চে রাইফেলের বুলেট রুখেছিল যে পরান মাষ্টারের হাত;
তাতে আজ ঘুণপোকায় বাসা বেঁধেছে!
৭০এ ক্ষমতার কালক্ষেপন ভস্মীভূত করেছিলেন যে মহান নেতা..
৭১এবং অতঃপর ৭৫ এর রক্তাক্ত আগষ্ট তার বুকে আঁকলো নিষ্ঠুর পদচিহ্ন..
আর কতো? এবার উৎসব হবে।
তরুলতা আর মুক্ত কিছু কাব্যকথনের প্রান্তে দাঁড়িয়ে হবে এই উৎসব..
মানুষের চামড়ার কার্পেটে ঢেকে দেয়া এই কংকর বেদি…
কুমারীর কান থেকে খসে পড়া রক্তজবার দুলে আচ্ছাদিত সেই মালিকা..
ভুলো না, আজ উৎসব হবে।
Check Also
বসন্ত বাতাসের উচ্ছ্বাসভরা দিনে সোনাতলার ছয় স্থানে অনুষ্ঠিত হচ্ছে বাঙালির প্রাণের মেলা
ইকবাল কবির লেমনঃ বসন্ত বাতাসের উচ্ছ্বাসভরা দিনে বগুড়ার সোনাতলা উপজেলার ছয় স্থানে অনুষ্ঠিত হচ্ছে বাঙালির …