ইকবাল কবির লেমন,বাঙালি বার্তাঃ চরম নাব্যতা সঙ্কটে ভুগছে বাঙালি জাতির নামে একমাত্র নদী,একসময়ের খরস্রোতা বাঙালি নদী। গাইবান্ধা জেলা হতে উৎপত্তি হয়ে বগুড়া জেলার সোনাতলা,সারিয়াকান্দী ও ধুনট উপজেলা পর্যন্ত বিস্তৃত এ নদীটি দিয়ে এক সময় পালতোলা নৌকা চলাচল করতো। ব্যবসায়ীদের মালামাল পরিবহণের একটি অন্যতম নৌপথও ছিল এই বাঙালি নদী। নদীটিতে সবসময় দেখা যেত জালসহ জেলেদের বিচরণ। নৌকা বাইতে বাইতে মাঝিদের দরাজ কণ্ঠের গানে প্রকম্পিত হতো বাঙালি তীরের বিস্তীর্ণ এলাকা। দুরন্ত বালক-বালিকাদের দুরন্তপনা, গৃহবধূদের অবগাহনে মুখরিত থাকতো বাঙালি পাড়। একসময় যৌবনদীপ্ত বাঙালি নদী যেন বাঙালি জাতিরই শৌর্য-বীর্য প্রকাশ করতো।
অতীতের প্রমত্তা সেই নদীতে এখন নেই কোন স্রোত, দেখা যায়না নৌকা বা জেলেদের তৎপরতা। চোখে পড়ে শুধু বিস্তীর্ণ ফসলী ক্ষেত আর নদীর বুক চিরে ওঠা বালুচর। বর্ষাকাল ছাড়া থাকেনা পানি প্রবাহ। তলদেশ ভরাট হয়ে নদীটি হারিয়েছে তার গতি।
স্থানীয় জনগন দাবী জানিয়েছে, পরিকল্পিতভাবে খননের মাধ্যমে ফিরিয়ে আনা হোক বাঙালি নদীর নাব্যতা, ফিরিয়ে আনা হোক হারানো ঐতিহ্য।
Check Also
লকডাউনের দ্বিতীয় দিনে সোনাতলায় ২টি হোটেলের ১ হাজার টাকা জরিমানা
আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় লক ডাউনের দ্বিতীয় দিনে উপজেলার সৈয়দ আহম্মেদ কলেজ ( বটতলা) …