মো. আব্দুল ওয়াদুদ, বগুড়া প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় নিজের শরীর আগুন দিয়ে ববি খাতুন (২৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। সে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের ভুতবাড়ি গ্রামের কাঠমিস্ত্রী বেলাল হোসেনের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, বেলাল হোসেন পেশায় একজন কাঠমিস্ত্রি। চাপাইনবাবগঞ্জ এলাকায় কাঠের আসবাবপত্র তৈরীকালে ববির সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের সম্পর্ক থেকে প্রায় ৮ বছর আগে ববি খাতুনকে বিয়ে করে বেলাল। তাদের দুই সন্তান রয়েছে। শুক্রবার দুপুরে ববি খাতুন নিজের শরীরে কেরসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এতে তার শরীরের প্রায় ৪০ শতাংশ দগ্ধ হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় সে মারা যায়। তার আত্মহত্যার কারন জানা যায়নি। এ বিষয়ে বেলাল হোসেন বলেন, পারিবারিকভাবে আমরা সুখে সংসার করছিলাম। হঠাৎ শুক্রবার দুপুরে আমার স্ত্রী নিজের শরীরে কেরসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়। তার আত্মহত্যার কারন বুঝতে পারছি না। ধুনট থানার ওসি ইসমাইল হোসেন বলেন, এ ঘটনায় বগুড়া সদর থানায় একটি সাধারণ ডাইরী হয়েছে। মৃতদেহ ময়না তদন্ত শেষে পরিবারের নিকট দেওয়া হয়েছে। এ ঘটনায় উভয় পরিবারের কোন অভিযোগ নেই।
Check Also
সোনাতলায় বিদ্যুৎ বিড়ম্বনায় জনভোগান্তি চরমে
রবিউল ইসলাম শাকিলঃ বগুড়া জেলার সোনাতলা উপজেলায় গত কয়েকদিন যাবৎ অতিরিক্ত বিদ্যুৎবিড়ম্বনা লক্ষ্য করা যাচ্ছে। …