আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ গত ১৮ মার্চ রাতে সোনাতলার আড়িয়ারঘাটে আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুরের ঘটনায় বৃহস্পতিবার বিকেলে আড়িয়ারঘাটে প্রতিবাদ সভা করেছে মধুপুর ইউনিয়ন আওয়ামী লীগ। মধুপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নবীন আনোয়ার কমরেড। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘আগামী ২৯ মার্চ নির্বাচনে নিশ্চিত পরাজয় আঁচ করতে পেরে হামলা, ভাঙচুরসহ নৈরাজ্যে মেতে উঠেছে বিএনপি। এ ঘটনায় তিনি তীব্র নিন্দা জানান ও সন্ত্রাসীদের দ্রæত গ্রেফতার করে আইনের আওতায় নেয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। পাশাপাশি সন্ত্রাসী এ দলটিকে ও দলের প্রার্থীকে বর্জন করে উন্নয়ন অগ্রযাত্রায় শামিল হওয়ার জন্য আহ্বান জানান। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মধুপুর ইউপি চেয়ারম্যান অসীম কুমার জৈন নতুন,মধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দবির হোসেন মন্ডল, সাধারণ সম্পাদক ঈশ্বর চন্দ্র জৈন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবলু আকন্দ, কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক জাকওয়ান হোসেন ,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক শামীম রাব্বী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সুজন কুমার ঘোষ, ইউনিয়ন ছাত্রলীগ নেতা গোলাম রব্বানী, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রাজু, সরকারি নাজির আখতার কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান কবীর।
প্রচ্ছদ / বগুড়ার খবর / নিশ্চিত পরাজয় আঁচ করতে পেরে হামলা, ভাঙচুরসহ নৈরাজ্যে মেতে উঠেছে বিএনপি–নবীন আনোয়ার কমরেড
Check Also
আজ বগুড়া-১ আসনের প্রয়াত সংসদ সদস্য আব্দুল মান্নানের প্রথম মৃত্যুবার্ষিকী
বাঙালি বার্তা ডেস্কঃ আজ বগুড়া-১ আসনের প্রয়াত সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক …