ইকবাল কবির লেমন, বাঙালি বার্তাঃ গোবিন্দগঞ্জ উপজেলার নিয়ামতের বাইগুনী গ্রামের ঈদগাঁহের পার্শ্বের ভেমটির উপর বাঁশের সাঁকো নির্মাণ করলো পরিবেশ উন্নয়ন পরিবার। এই সাঁকো নির্মাণে পরিবেশ উন্নয়ন পরিবারের সদস্যদের সার্বিক সহযোগিতা করে সাদা মনের মানুষ জাহিদুল ইসলাম। টানা ২ দিনের পরিশ্রমে সাঁকোটি নির্মাণ সম্ভব হয়। দীর্ঘদিন ধরে সাঁকোটি অভাবে প্রায় ১ কিলোমিটার ঘুরে অনেক শিক্ষার্থীকে নিয়ামতের বাইগুনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসতে হতো। এ সাঁকো নির্মাণের ফলে এলাকাবাসীর দীর্ঘদিনের বিড়ম্বনার অবসান হলো।
প্রচ্ছদ / সারাদেশ / নিয়ামতের বাইগুনী ঈদগাঁহের পার্শ্বের ভেমটির উপর বাঁশের সাঁকো নির্মাণ করলো পরিবেশ উন্নয়ন পরিবার
Check Also
আদমদীঘিতে ইউএনও’র বাসভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন
মো: আবু বকর সিদ্দিক বক্কর,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: এক কোটি ২২ লাখ টাকা ব্যয়ে এডিপির অর্থায়নে …