ইকবাল কবির লেমনঃ বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত বলেছেন, বাংলাদেশে নৌকাই সকল উন্নয়নের প্রতীক। ১৯৭০ সালের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশাল বিজয়ের মাধ্যমে বাংলাদেশ নামক একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র উপহার দিয়েছিলেন আমাদের। বঙ্গবন্ধুর কন্যা দেশরতœ শেখ হাসিনাও নৌকা প্রতীকের মাধ্যমে বাঙালিদের এনে দিয়েছেন উন্নয়ন ও সমৃদ্ধি। নৌকা প্রতীক বিজয়ী হলেই এদেশে কাক্সিক্ষত উন্নয়ন। তিনি আগামী ইউপি নির্বাচনসহ সকল নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান।
Check Also
সারিয়াকান্দিতে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
সাহাদত জামান: বগুড়া সারিয়াকান্দিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব ১৭ এর শুভ উদ্বোধন করা হয়েছে। …