আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ বগুড়া-১ আসনের জাতীয় সংসদ উপ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাহাদারা মান্নান শিল্পীর নৌকার পক্ষে শুক্রবার সোনাতলায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন সোনাতলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন জাকির। নৌকার বিজয়ের লক্ষে তিনি পৌর এলাকার রেলগেইট বাসষ্ট্যান্ড, বোচারপুকুর তিনমাথা মোড় ও বালুয়াহাটে তিনি গণসংযোগ করেন। লিফলেট বিতরণ শেষে বালুয়াহাটে তাঁর নেতৃত্বে বিশাল নৌকার মিছিল বের হয়। মিছিল শেষে বালুয়াহাট তিনমাথা মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন। পথসভায় বক্তব্য রাখেন বালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মন্ডল ও সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান প্রভাষক রুহুল আমিন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ নেতা বীরমুক্তিযোদ্ধা আব্দুল করিম বেপারী, আনারুল ইসলাম মহুরী, ইউপি সদস্য রেজাউল করিম রেজা, আশরাফুল ইসলাম মিঠু, মিঠু মাস্টার, যুবলীগ নেতা আব্দুল জলিল, মশিউর রহমান মাছুম, আপেল মেম্বার আব্দুল মোমিন, রাফি, জুয়েল হোসেন দয়াল, আপেল মাহমুদ, সুজন মন্ডল, ভেকু মন্ডল। ছাত্রলীগ নেতা মোস্তাফিজার রহমান, হানিফ সরকার, মেহেদী হাসান, ইউসুফ, রোজেন। এছাড়াও স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Check Also
বগুড়ায় বাসদ( মার্কসবাদী) অফিসে হামলাকারীদের গ্রেফতার ও ৫ দফা বাস্তায়ন না করলে ৭ ফেব্রুয়ারী ধর্মঘট- সংগ্রাম পরিষদ
খবর বিজ্ঞপ্তিঃ হামলাকরী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার এবং সংগ্রাম পরিষদের ৫ দফা দাবি ২৮ জানুয়ারির মধ্যে …