ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধাঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা পরিষদের প্রবেশ দ্বারে ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর হয়ে দূষিত পানিতে ছয়লাব।
এই গুরুত্বপূর্ণ রাস্তাটি দিয়ে পলাশবাড়ীর গুরুত্ব পূর্ণ ব্যাক্তিদের আগমনে উপজেলা কার্যক্রম সচল হলে বিষয়টির কেউ সমাধান করছেন না।
পলাশবাড়ী-গাইবান্ধা সড়ক উন্নয়নকল্পে ড্রেনেজ ব্যাবস্থা ছিন্ন হওয়ায় উপজেলা রোডস্থ ড্রেনটি মূল ড্রেনের সঙ্গে বিছিন্ন হয়ে পরে।
এমতাবস্থায় উপজেলা রোডস্থ উপজেলার গুরুত্বপূর্ণ অফিসে যাওয়ার একমাত্র রাস্তাটিতে ড্রেনের পানি এসে উঁপচে পড়ছে। এই ড্রেনটি আনুমানিক ৫০ মিটার দৈর্ঘ হবে। গুরুত্বপূর্ণ এ স্থানটিতে পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথ,উপজেলা আওয়ামী লীগ এর দলীয় কার্যালয়,উপজেলা টাউন হল,সদর শহীদ মিনার, মুক্তিযোদ্ধা সংসদ,ডায়াবেটিক সমিতিসহ সরকারী সমস্ত অফিসে যাওয়ার এক মাত্র পথ।
পানি নিস্কাশন ব্যবস্থা পূর্নাঙ্গ না থাকায় মসজিদের নোংরা দুষিত দুঃগন্ধ পানি রাস্তার উপর জমাট হয়ে জন দূর্ভোগের সৃষ্টি হয়েছে।
উল্লেখিত রাস্তায় মোটামুটি ৪০ মিটার এলাকায় দীর্ঘক্ষন জলাবদ্ধতায় ডুবে থাকে। ফলে এর মাঝেই বালিকা স্কুল সহ বিভিন্ন স্কুলের কোমলমতি ছাত্র- ছাত্রীরা জেলা ও উপজেলা দাপ্তরিক প্রাধান সহ জনসাধারণ মাথা নিচু করে এ রাস্তা পাড়াপাড় হয়।
বিষয়টি দেখেও না দেখার ভান করছে সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিরা।