মো. আব্দুল ওয়াদুদ, বগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুরের পারভবানীপুরে সাইকেল সড়াতে দিতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে শারমিন আক্তার রিমা নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গত শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার খামারকান্দি ইউনিয়নের পারভবানীপুর আমতলা বাজার গ্রামের আ: সামাদের বাড়ীর উপর দিয়ে পল্লী বিদ্যুতের তার নেওয়া হয়েছে। টিনের বাড়ী হওয়ায় আব্দুস সামাদ পল্লী বিদ্যুতের কর্তৃপক্ষকে বার বার বিদ্যুত লাইনের তার সরিয়ে নেওয়ার জন্য অভিযোগ করলেও বিদ্যুত লাইনের তার সড়ানো হয়নি। গত শনিবার বিকেলে সকলের অজান্তে তারটি টিনের সঙ্গে লেগে সমস্ত বাড়ী বিদ্যুত হয়ে থাকে। টিনের বেড়ার সঙ্গে লাগানো সাইকেল সড়ানোর সময় বিদ্যুতপৃষ্ঠ হয়ে গুরুত্বর আহত হন শারমিন আক্তার রিমা (২২)। পরে পরিবারের লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে শেরপুর হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়। এ ব্যাপারে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম বলেন, এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Check Also
সোনাতলা থিয়েটারের সাবেক সাধারণ সম্পাদক নুরুন্নবীর মা’র মৃত্যুতে শোক
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: সোনাতলা থিয়েটারের সাবেক সাধারণ সম্পাদক রমজান আলী নুরুন্নবীর মা জোবেদা বেগমের মৃত্যুতে …