বগুড়া প্রতিনিধি : বগুড়ায় পানিতে ডুবে বাবা-মেয়ে-ভাতিজাসহ তিন জনের মৃত্যু হয়েছে। এরা হলো, চন্দন সরকার (৩৬) তার মেয়ে কিরণ সরকার (৬) ও ভাতিজা অপূর্ব সরকার (৫)। ঘটনাটি ঘটেছে জেলার শেরপুর উপজেলার চন্ডিজান গ্রামে বৃহষ্পতিবার বেলা দেড়টার দিকে করতোয়া নদীতে। অপূর্ব চন্ডিজান গ্রামের উজ্জ্বল সরকারের ছেলে। ওই এলাকার আব্দুল সালাম জানান, চন্দন সরকার শেরপুর সেডকম পার্ক সিটিতে চাকুরী করেন। ছুটিতে এসে বৃহষ্পতিবার দুপুরে মেয়ে ও ভাতিজাসহ জাল নিয়ে করতোয়া নদীতে মাছ ধরতে যায়। মেয়ে ও ভাতিজাকে পিঠে জালসহ নিয়ে সাঁতরে নদী পারাপারের সময় মেয়ে কিরণ কাঁধ থেকে পড়ে যায়। এসময় মেয়েকে খোঁজার জন্য ডুব দিলে ভাতিজাও পড়ে যায়। তাদের দুজনকে খুঁজতে ডুব দিলে চন্দনও নিখোঁজ হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করতে নদীতে নামলে চন্দন ও তার মেয়ে কীরণের লাশ উদ্ধার করে। কিন্তু ভাতিজার লাশ এখনও উদ্ধার করতে পারেনি। শেরপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর জানান, বাবা ও মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। অপর শিশুটির লাশ উদ্ধারের জন্য চেষ্টা চলছে। শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন হোসেন জানান, নিখোঁজ অন্যজনকে উদ্ধার করতে রাজশাহী থেকে ডুবুরী ডাকা হয়েছে।
Check Also
সোনাতলা থিয়েটারের সাবেক সাধারণ সম্পাদক নুরুন্নবীর মা’র মৃত্যুতে শোক
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: সোনাতলা থিয়েটারের সাবেক সাধারণ সম্পাদক রমজান আলী নুরুন্নবীর মা জোবেদা বেগমের মৃত্যুতে …