ইকবাল কবির লেমনঃ ঈদ-উল ফিতর উপলক্ষে বগুড়ার সোনাতলায় পুণ্ড্রনগর ফাউন্ডেশনের উদ্যোগে নিম্ন আয়ের মানুষদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলার চরপাড়াহাট এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন এ বস্ত্র বিতরণ করেন। বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসলা গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান, পুন্ড্রনগর ফাউন্ডেশন এর উপদেষ্টা এবং বয়ড়া কারিগরি স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ, ব্যবসায়ী জাকিরুল ইসলাম লিচু,নাজমুল হক নাজু, গোসাইবাড়ি মাদ্রাসার মোহতামিম হাফেজ মাওলানা আব্দুল মতিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় উপস্থিত ছিলেন পুণ্ড্রনগর ফাউন্ডেশন এর সভাপতি শাহরিয়ার আহম্মেদ অরিন,সাধা্রণ সম্পাদক সাইফ আনাম লিংকন সহ পুণ্ড্রনগর ফাউন্ডেশনের কার্যকরী সদস্য হুমায়ূন কবির সুমন,আমিরুল ইসলাম, সুফল ইসলাম, আব্দুর রহমান নিফুল,আল আমিন ইসলাম,সুমন রহমান, রুহুল আমিন,সৌরভ হোসেন,শাহীন আলম প্রমুখ।
প্রচ্ছদ / বগুড়ার খবর / পুণ্ড্রনগর ফাউন্ডেশনের উদ্যোগে সোনাতলায় নিম্ন আয়ের মানুষদের মাঝে বস্ত্র বিতরণ
Check Also
ধুনটে কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন
রাকিবুল ইসলামঃ ‘কৃষি কাজে প্রযুক্তি ধুনটের সমৃদ্ধি’ এই স্লোগানে বগুড়ার ধুনটে কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন …