মোশাররফ হোসেনঃ সাঘাটা উপজেলার জুমারবাড়ি ইউনিয়নের পূর্ব কামারপাড়া গ্রামের দলিল উদ্দিন বেপারীর ছেলে মোঃ এরশাদ বেপারীর ধুসর কালো রঙ মিশ্রিত ১২ মন ওজনের ষাড় গরুটি এখন এলাকাবাসীর আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। প্রায় দুই বছর আগে একটি হাট থেকে শখ করে একটি এঁড়ে বাছুর কিনে গভীর মমতায় লালন পালন করতে থাকেন এরশাদ বেপারী। নিয়মিত সেবা-যত্ন আর ভাল খাইয়ে বড় করে তোলেন গরুটি। সেদিনের এঁড়ে বাঁছুর আজ বিশাল আকার ধারন করেছে। হয়েছে মূল্যবান। উচ্চতা, লম্বা ও সুস্বাস্থ্যের দিক থেকে ঐ এলাকার গরুগুলোর মধ্যে এটি সেরা গরু এমন ধারনা এলাকাবাসীর। গরুটির মালিক এরশাদ বেপারী জানান, ১২ মন ওজনের আকর্ষণীয় গরুটি বর্তমান বাজার অনুযায়ী অনায়াসে ছয়লাখ টাকায় বিক্রি করা যেতে পারে। ক্রেতাসাধারণকে তিনি ০১৭০৬৪৫৭৫৭৪ নম্বর মোবাইল ফোনে যোগাযোগ করতে বলেছেন।