আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ সোমবার সকাল ১০টায় উপজেলা চত্তরে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে প্রতিবন্ধি স্কুলের শিক্ষার্থীদের হাতে উপবৃত্তির চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক প্রদান করেন ও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মিনহাদুজ্জামান লীটন। এসময় তিনি বলেন, প্রতিবন্ধিদের আমরা সবাই স্বাভাবিকভাবে দেখবো, তাদেরকে অন্য চোখে দেখবো না, তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী প্রতিবন্ধিদের কথা চিন্তা করে এ উপবৃত্তির ব্যবস্থা করেছেন।
উপজেলা সমাজসেবা অফিসার মোছাঃ শাহীনুর আফরোজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসি রুম্পা, ইউনিয়ন সমাজকর্মী রতন। এসময় উপস্থিত ছিলেন, জোড়গাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুজন কুমার ঘোষ, পৌর যুবলীগের আহ্বায়ক নাহিদ হাসান জিতু, যুবলীগ নেতা উৎপল কর্মকার প্রমূখ।
উপজেলার প্রতিবন্ধি স্কুলের ১৭০ জন শিক্ষার্থীদের দেড় বছরের প্রাথমিক পর্যায়ে ৭ শত, মাধ্যমিক পর্যায়ে ৭শ ৫০, উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৮’শ এবং উচ্চতর পর্যায়ে ১২২০ টাকা করে উপবৃত্তির চেক প্রদান করা হয়।
প্রচ্ছদ / বগুড়ার খবর / প্রতিবন্ধিদের স্বাভাবিকভাবে দেখতে সকলের প্রতি উপজেলা চেয়ারম্যান অ্যাড.লীটনের আহ্বান
Check Also
বগুড়ায় বাসদ( মার্কসবাদী) অফিসে হামলাকারীদের গ্রেফতার ও ৫ দফা বাস্তায়ন না করলে ৭ ফেব্রুয়ারী ধর্মঘট- সংগ্রাম পরিষদ
খবর বিজ্ঞপ্তিঃ হামলাকরী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার এবং সংগ্রাম পরিষদের ৫ দফা দাবি ২৮ জানুয়ারির মধ্যে …