মোঃ আব্দুল ওয়াদুদ , বগুড়া প্রতিনিধিঃ বগুড়া শহরের মালতিনগর দক্ষিণপাড়ার বুদ্ধি প্রতিবন্ধী মোমেনা খাতুন (১৭) গত বুধবার সকালে কাউকে না বলে বাড়ী থেকে বের হয়ে গেছে। এ সময় তার পরণে ছিল লাল থ্রি পিস,গায়ের রং শ্যামলা, উচ্চতা অনুমান ৫ ফুট ২ ইঞ্চি। কোন সহোদয় ব্যক্তি মেয়েটির সন্ধান পেয়ে থাকলে তার মাতা হাসিনা বেগম মোবাইল ০১৭৬৭৫৯৩০৪৯ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। এ ব্যাপারে বগুড়া সদর থানায় জিডি (নং ৭৫১) করা হয়েছে।
Check Also
সোনাতলায় জাতীয় শিশু সপ্তাহ উদযাপিত
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় জাতীয় শিশু সপ্তাহ উদযাপিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে …