বাঙালি বার্তা ডেস্কঃ প্রয়াস সম্মাননায় ভূষিত হলেন সোনাতলার সামাজিক সংগঠন আলোর প্রদীপ চেয়ারম্যান এমএম মেহেরুল ও পরিবেশবাদী সংগঠন পরিবেশ উন্নয়ন পরিবারের সভাপতি ইমরান এইচ মণ্ডল। সোমবার বিকেলে সোনাতলা উপজেলা পরিষদ সভাকক্ষে ম্যাগাজিন ‘প্রয়াস’ এর উদ্যোগে এ সম্মাননা প্রদান করা হয়। মাদকবিরোধী আন্দোলনসহ সামাজিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এমএম মেহেরুলকে এবং পাখির নিরাপদ বাসস্থান তৈরিসহ পরিবেশ রক্ষার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ইমরান এইচ মণ্ডলকে এ সম্মাননা প্রদান করা হয়।
‘প্রয়াস’ সম্পাদক প্রভাষক ইকবাল কবির লেমনের সভাপতিত্বে সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিকুর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি নাজির আখতার কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর রফিকুল আলম বকুল, পৌর কাউন্সিলর ও সোনাতলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিপুন আনোয়ার কাজল। বক্তব্য রাখেন ক্রিকপ্লাটুন এর বগুড়া জেলা সমন্বয়কারী রাশেদুজ্জামান রণ, সম্মাননাপ্রাপ্ত অতিথি আলোর প্রদীপ চেয়ারম্যান এমএম মেহেরুল ও পরিবেশ উন্নয়ন পরিবার সভাপতি ইমরান এইচ মণ্ডল। এ সময় উপস্থিত ছিলেন সোনাতলা প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন মজনু, টিজিএসএস চেয়ারম্যান সাইফুল ইসলাম, দুর্জয় সাহিত্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম উজ্জ্ব্ল, সোনাতলা প্রেসক্লাবের সহ-সভাপতি আবু হেলাল, সাবেক যুগ্ম আহ্বায়ক লতিফুল ইসলাম,শিশু সংগঠন ভোর হলোর সভাপতি শাহাদৎজামান শাহীনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালন করেন সাজেদুর আবেদীন শান্ত।