সুমন কুমার সাহা, সারিয়াকান্দি বগুড়া প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে করোনা সংক্রমণে কর্মহীন ও দুঃস্থ দুই শত পরিবারের মাঝে রমজান উপলক্ষে প্রধানমন্ত্রী প্রদত্ত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকালে পৌর চত্বরে সারিয়াকান্দি পৌরসভার উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করেন, সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাসেল মিয়া। এসময় উপস্থিত ছিলেন, সারিয়াকান্দি পৌরসভার মেয়র মতিউর রহমান মতি, পৌর ওয়ার্ডে সকল কাউন্সিলর সহ সুধীজন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো, চাউল ৫ কেজি, তৈল ১ কেজি, আলু ২ কেজি, ডাল ৫০০ গ্রাম, পেঁয়াজ ৫০০ গ্রাম ও ১টি মাস্ক ।
প্রচ্ছদ / বগুড়ার খবর / বগুড়ার সারিয়াকান্দিতে প্রধানমন্ত্রী প্রদত্ত ২’শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
Check Also
সোনাতলায় জাতীয় শিশু সপ্তাহ উদযাপিত
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় জাতীয় শিশু সপ্তাহ উদযাপিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে …