মো: আবু বকর সিদ্দিক বক্কর, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মানসিক ভারমান্যহীন তোফাজ্জল হোসেন (৩৫) নামের একজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার বিকাল পৌনে ৩টায় আদমদীঘি রেলওয়ে ষ্টেশন এলাকার রেলগেট চত্বরে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আদমদীঘি উপজেলার কুন্দুগ্রাম ইউনিয়নের কড়ই ডাঁরার পাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে মানসিক ভারসাম্যহীন (পাগল) তোফাজ্জল কে রবিবার দুপুরে তার পরিবারের লোকজন আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য বগুড়া শজিমেকে নেওয়ার পরামর্শ দিলে তারা বগুড়ায় যাওয়ার জন্য আদমদীঘি রেলওয়ে ষ্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিল। এ সময় আবাদপুকুর থেকে আদমদীঘি গামী একটি ট্রাক ষ্টেশন এলাকায় পৌঁছলে পাগল তোফাজ্জল পরিবারের লোকের অলক্ষ্যে দ্রুত ছুটে গিয়ে চলন্ত ট্রাকের নিচে ঝাঁপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে আদমদীঘি রেলওয়ে ষ্টেশন মাষ্টার মনোয়ার হোসেন বকুল জানান, বিষয়টি রেলওয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষ কে অবহিত করা হয়েছে।
Check Also
আজ বগুড়া-১ আসনের প্রয়াত সংসদ সদস্য আব্দুল মান্নানের প্রথম মৃত্যুবার্ষিকী
বাঙালি বার্তা ডেস্কঃ আজ বগুড়া-১ আসনের প্রয়াত সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক …