আবু বক্কর সিদ্দিক, আদমদীঘি প্রতিনিধিঃ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আদমদীঘি উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রভাতফেরী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রভাত ফেরীতে নেতৃত্ব দেন বাংলাদেশ আওয়ামী লীগ আদমদীঘি উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও আদমদীঘি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু এবং আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব একেএম আব্দুল্লাহ বিন রশিদ। উপজেলা প্রশাসন ছাড়া ও অত্র উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান শোভাযাত্রায় অংশগ্রহণ করে। এছাড়া ও আদমদীঘি উপজেলার রাজনৈতিক দল, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। আলোচনা শেষে শিক্ষার্থীদের বিভিন্ন শাখায় প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা প্রশাসন।
Check Also
বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত
মোঃ আব্দুল ওয়াদুদ,বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল …