রাকিবুল ইসলাম ,ধুনটঃসারা দেশে আন্তর্জাতিক নারী দিবস পালনের অংশ হিসেবে বগুড়ার ধুনটেও দিবসটি উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘প্রজন্ম হোক সমতার সকল, নারীর অধিকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার দিবসটির একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে। পরে উপজেলা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন। উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি গোলাম সোবহান, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক শফিকুল ইসলাম চাঁন, উপজেলা লাইট হাউজ কর্মকর্তা সানজিদা আক্তার, ধুনট থানার এসআই প্রদীপ কুমার বর্মণ, মহকারী কৃষি কর্মকর্তা আব্দুস সোবহান প্রমূখ বক্তব্য দেন।