মো. আব্দুল ওয়াদুদ, বগুড়া প্রতিনিধি : বগুড়ার ধুনটে মহান ২১ ফেব্রুয়ারী ও মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে সংর্বধনা প্রদান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার মথুরাপুর ইউনিয়নের মুলতানী পারভীন শাহজাহান তালুকদার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গোলাম মোর্তজার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বগুড়া-০৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজলীন নাহার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ভিপি সাইফুল ইসলাম, রবিউল আওয়াল, উপজেলা আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম লিটন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম, মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-অর রশিদ সেলিম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জেমস মল্লিক, সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম গামা, মথুরাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আমিনুল ইসলাম ও অত্র বিদ্যালয়রে প্রধান শিক্ষক আফছার আলী প্রমুখ।
Check Also
বগুড়ায় বাসদ( মার্কসবাদী) অফিসে হামলাকারীদের গ্রেফতার ও ৫ দফা বাস্তায়ন না করলে ৭ ফেব্রুয়ারী ধর্মঘট- সংগ্রাম পরিষদ
খবর বিজ্ঞপ্তিঃ হামলাকরী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার এবং সংগ্রাম পরিষদের ৫ দফা দাবি ২৮ জানুয়ারির মধ্যে …