কামরুল হাসান, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে নানা আয়োজনে বিভিন্ন প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার আলিয়ার হাট ডি ইউ এস ফাজিল ডিগ্রী মাদরাসায় অধ্যক্ষ আব্দুস ছালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কেক কর্তন করেন, অত্র মাদরাসার সভাপতি বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী জেলা যুবলীগের সহ-সভাপতি মোবাশ্বার হোসেন স্বরাজ। এদিকে এতিম ও প্রতিবন্ধী ছেলে মেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রতিষ্ঠানে সকল কর্মকর্তা ও নিবাসীদের সমন্বয়ে এ উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল এবং কেক কাটার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক মোবাশ্বার হোসেন স্বরাজ সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। ওদিকে কাঠগড়া জোনাবিয়া দাখিল মাদরাসার আয়োজনে দিবসটি পালন করা হয়েছে। উপস্থিত ছিলেন অধ্যক্ষ আব্দুল কুদ্দুস, সভাপতি লোকমান আলী সরদার, শহিদুল ইসলাম সহ শিক্ষক মন্ডলী। আলিয়ারহাট বিবিজান স্মৃতি এতিম খানায় এ উপলক্ষে বিশিষ্ট সমাজ সেবক মোবাশ্বার হোসেন স্বরাজ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এতিমদের মাঝে তার নিজ অর্থায়নে উন্নত মানের খাবার পরিবেশন করে। এ উপলক্ষে আলাদীপুর ইসলামিয়া আলিম মাদরাসায় অধ্যক্ষ ফজলুর রহমানের সভাপতিত্বে নানা আয়োজনের মাধ্যমে দিবসটি পালন করা হয়েছে।
Check Also
বগুড়ার সারিয়াকান্দিতে পুনাকের উদ্যোগে ৩৫০ জন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সুমন কুমার সাহা, সারিয়াকান্দি(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে পুলিশ নারী কল্যান সমিতির উদ্যোগে ৩৫০টি দরিদ্র শীতার্ত পরিবারের …