কামরুল হাসান, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ বিহার ইউপি চেয়ারম্যান ব্যক্তিগত উদ্যোগে ৩ হাজার পরিবারে্র মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। করোনা ভাইরাস সংক্রান্ত জনসচেতনার পাশাপাশি কর্মহীন মানুষের মাঝে সোমবার উপজেলার বিহার ইউপি চেয়ারম্যান মোঃ মহিদুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে শোলাগাড়ী বাসস্ট্যান্ড চত্বরে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম বলেন, সরকারের নির্দেশক্রমে আপনাদেরকে অবশ্যই নিজ নিজ বাড়িতে অবস্থান করতে হবে। তবেই এই করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়া যাবে ইনশাল্লাহ্। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌছে দেওয়ার জন্য ব্যক্তিগত ভাবে ৩ হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করেছি। এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব আজম আলী, ইউপি সদস্য মোকলেছার রহমান, বজলার রহমান, সাইফুল ইসলাম, উদ্যোক্তা খলিলুর রহমান প্রমুখ।
প্রচ্ছদ / বগুড়ার খবর / বগুড়ার শিবগঞ্জে বিহার ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত উদ্যোগে ৩ হাজার পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ
Check Also
বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত
মোঃ আব্দুল ওয়াদুদ,বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল …