বগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুরে কলেজরোড এলাকায় শনিবার সন্ধ্যায় স্বেচ্ছাসেবী সংগঠন গুযড লাইফের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক রাহুল আলম লিমনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এ্যাড. ছরোয়ার জাহান উল্কা, সামিট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলামলিপু, সামিট স্কুল এন্ড কলেজের পরিচালক আব্দুল ওয়াহেদ শাহ, বগুড়া জজ কোট এ্যাড. গোলাম সারোয়ার উলকা, সাংবাদিক রাশেদুল হক, আব্দুল ওয়াদুদ, নেসকো’র কোষাধ্যক্ষ হুমায়ুন কবীর, আই.পি.পি সোহেল রানা, আশরাফুল আলম হিরা, আনিছুর রহমান, আব্দুল করিম, রঞ্জন শাহ, ময়নুল, নাইম, এসানুর রাব্বি বাবূ, সৈকত প্রমুখ। ইফতার পূর্বে মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া পরিচালনা করেন প্রভাষক হারুন অর সিদ্দিক কামাল।
Check Also
সোনাতলায় ভাসমান অবস্থায় পাওয়া গেল নবজাতকের লাশ
ইকবাল কবির লেমনঃ বগুড়ার সোনাতলায় মন্ডমালা কালিমন্দির সংলগ্ন বেইলি ব্রিজের নিচে ভাসমান অবস্থায় পাওয়া গেছে …