বগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুরে নিখোঁজের একদিন পর এক ব্যক্তিকে হত্যার পর লাশ নৌকায় রেখে পালিয়েছে খুনীরা। মঙ্গলবার রাত ৮টার দিকে শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঘোড়দৌড় নতুন পাড়া গ্রামের একটি বিলে নৌকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে ঘোড়দৌড় নতুন পাড়ার ময়েজ উদ্দিনের পুত্র। নিহতের হাত-পা বাঁধা ও পেটে চাকু ঢুকানো ছিল বলে জানিয়েছে পুলিশ। শেরপুর থানা পুলিশের ওসি হুমায়ুন কবির জানান , আব্দুর রশীদ সোমবার গত ২৩ মার্চ বিকেলে বাড়ির পাশে ভুট্টার জমিতে কাজ করার কথা বলে বের হয়ে রাতে বাড়ীতে ফেরেনি। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। এমন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যার দিকে ওই গ্রামের একটি বিলে মাছের খাবার দেয়ার কাজে ব্যবহৃত নৌকার মধ্যে লাশ দেখতে পায় স্থানীয়রা। ওসি হুমায়ুন কবীর আরো জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে , পূর্ব বিরোধের জের ধরে রশিদ খুন হয়েছে। এ ঘটনায় থানায় কোন মামলা হয়নি এবং কেউ আটক হয়নি। লাশ ময়না তদন্তের জন্য বগুড়া মর্গে রয়েছে।
Check Also
বগুড়ায় বাসদ( মার্কসবাদী) অফিসে হামলাকারীদের গ্রেফতার ও ৫ দফা বাস্তায়ন না করলে ৭ ফেব্রুয়ারী ধর্মঘট- সংগ্রাম পরিষদ
খবর বিজ্ঞপ্তিঃ হামলাকরী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার এবং সংগ্রাম পরিষদের ৫ দফা দাবি ২৮ জানুয়ারির মধ্যে …