মো. আব্দুল ওয়াদুদ, বগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুর থানা পুলিশের উদ্যোগে গুয়াগাছি-জয়লা উচ্চ বিদ্যালয় চত্বরে বুধবার সকাল ১০টায় বাল্যবিয়ে ইভটিজিং মাদক সন্ত্রাস নির্মূল ও জনসচেতনতা শীর্ষক এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি টি এম গফুরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মো. মকবুল হোসেন। শেরপুর থানার এসআই আব্দুল গফুরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. গাজিউর রহমান, শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমাযুন কবীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ নজমুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম, সুঘাট ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ, সুঘাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জিন্নাহ প্রমূখ। এ সময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন বাল্যবিয়ে ইভটিজিং, মাদক, সন্ত্রাস নির্মুলে প্রশাসন সব সময় সোচ্চার আছে। আপনারা সহযোগিতা না করলে প্রশাসনের একার পক্ষে এগুলো নির্মুল করার সম্ভব হবেনা। এ ছাড়া আপনারা কেউ গুজবে কান দিবেন না। ছেলে ধরা সন্দেহে কাউকে গণপিটুনি না দিয়ে পুলিশের হাতে তুলে দিন। আসলে ছেলে ধরা বলে কিছু নেই। ছেলে ধরা বিষয়ে ছেলে মেয়েদের সাহসী ভুমিকা রাখতে আহবান জানানো হয়।
Check Also
সোনাতলায় বিদ্যুৎ বিড়ম্বনায় জনভোগান্তি চরমে
রবিউল ইসলাম শাকিলঃ বগুড়া জেলার সোনাতলা উপজেলায় গত কয়েকদিন যাবৎ অতিরিক্ত বিদ্যুৎবিড়ম্বনা লক্ষ্য করা যাচ্ছে। …