
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে বাস-ট্রাক সংর্ঘষে ৪ জন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছে। বুধবার বেলা পৌনে ১২ টায় বগুড়া-ঢাকা মহাসড়কে শেরপুর উপজেলার ঘোগা বটতলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, বগুড়াগামী লবণ বোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো ট-১৩-১৬৬৮) সাথে বগুড়া থেকে সিরাজগঞ্জ গামী লাব্বিক পরিবহন নামের যাত্রী বাহী বাসের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে লবন বোঝাই ট্রাক উল্টে চার জন যাত্রী নিহত হয়। এছাড়াও বাসের কমপক্ষে ২০ জন যাত্রী আহত হয়। হতাহতদের পরিচয় এখনা নিশ্চিত করতে পারেনি পুলিশ ও ফায়ার সার্ভিস। শেরপুর ফায়র সার্ভিসে স্টেশন অফিসার রতন ইসলাম জানান, নিহত চারজনই পুরুষ। তারা লবন বোঝাই ট্রাকের যাত্রী। দুর্ঘটনায় আহতদের উদ্ধার তৎপরতা চলছে। এদিকে একই উপজেলার মহিপুর জামতলা এলাকায় অপর আরেকটি দুর্ঘটনায় মৃদুল হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। স্থানীয়রা জানায় ভোর সাড়ে ৫টার দিকে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ বাঁধলে ওই যুবক ঘটনাস্থলেই মারা যায়।