মাহমুদুল হাসান মুনজু,সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে বগুড়ার সারিয়াকান্দি পয়েন্টে যমুনা নদীতে পানি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে।
পানি উন্নয়ন বোর্ড( পাউবো) সূত্রে জানা গেছে, সোমবার সকালে সারিয়াকান্দিও মথুরাপাড়া পয়েন্টে যমুনা নদীর পানি ২৪ ঘন্টায় আরো ৩০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৫৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ।এদিকে পানি বৃদ্ধির ফলে চরাঞ্চলে চালুয়াবাড়ী, কর্নিবাড়ী, কুতুবপুর, চন্দনবাইশা, কাজলা কামালপুর ও সারিয়াকান্দি সদর ইউনিয়নের বির্স্তীণ এলাকা তলিয়ে গেছে । হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায় নদী তীরবর্তী মানুষের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে । গত রবিবার সকালে বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ ও সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো: রাসেল মিয়া বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন ।
চালুয়াবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান শওকত আলী জানান, ভাঙনের কবলে পড়ায় উত্তর মানিক দাইর, বিরামের পাঁচগাছি, উত্তর শিমুল ত্ইাড়, সুজালের পাড়া, আউচারপাড়া, বহুলাডাঙাসহ ১০টি গ্রামের চারশতাধিক পরিবার অন্যত্র সরিয়ে নিয়েছে । উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে, বন্যায় ৪৭৬ হেক্টর জমির পাট, আউশ, ভুট্রা, ও সবজিক্ষেত পানিতে তলিয়ে গেছে । উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারওয়ার আলম জানান, বন্যায় পানি বন্দি মানুষের তালিকা তৈরী করা হচ্ছে বরাদ্দ পেলে তাদের মধ্যে ত্রাণ বিতরণ করা হবে ।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো)ও নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, গত কয়েকদিনে যমুনায় পানি ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। নদী তীর সংরক্ষণ প্রকল্প ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অবস্থা ভালো আছে ।
প্রচ্ছদ / বগুড়ার খবর / বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি বিপদসীমার ৫৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত
Check Also
সোনাতলায় ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধারঃ দুই চোর আটক
বাঙালি বার্তা ডেস্কঃ বগুড়ার সোনাতলায় ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার ও আন্ত:জেলা মোটরসাইকেল চোরদলের দুইজন সদস্যকে …