আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় জেলা পুলিশ সুপারের আয়োজনে সপ্তাহ ব্যাপি ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে সোনাতলা মাদ্রাসা মোড়ে বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূইঞা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সপ্তাহ ব্যাপি ওই কার্যক্রমের উদ্বোধন করেন। এর আগে প্রধান অতিথি ডেঙ্গু প্রতিরোধ সম্পর্কে সচেতনতা মূলক বক্তব্য রাখেন। কর্মসূচীতে আরও অংশগ্রহন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিকুর আলম, সহকারী পুলিশ সুপার কুদরত-ই-খুদা শুভ, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল করিম শ্যাম্পো, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসি রুম্পা, থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী, সহ-সভাপতি শাহিদুল বারী খান রব্বানী, সহ-সভাপতি ও তেকানী চুকাইনগর ইউপি চেয়ারম্যান শামছুল হক মন্ডল, সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মাহবুবুল আলম বুলু, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র তাহেরুল ইসলাম তাহের, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক,সাংগঠনিক সম্পাদক নবীন আনোয়ার কমরেড, মধুপুর ইউপি চেয়ারম্যান অসীম কুমার জৈন নতুন, দিগদাইড় ইউপি চেয়ারম্যান আলী তৈয়ব শামিম, জোড়গাছা ইউপি চেয়ারম্যান রোস্তম আলী মন্ডল, বালুয়া ইউপি চেয়ারম্যান প্রভাষক রুহুল আমিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান আলী সাজু, বালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মন্ডল, পৌর কাউন্সিলর নিপুন আনোয়ার কাজল, উপজেলা যুবলীগের সভাপতি ফিদা হাসান খান টিটো, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শাহনেওয়াজ তালুকদার বাবু প্রমূখ।
প্রচ্ছদ / বগুড়ার খবর / বগুড়ার সোনাতলায় সপ্তাহ ব্যাপি ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের উদ্বোধন করলেন জেলা পুলিশ সুপার
Check Also
সোনাতলা থিয়েটারের সাবেক সাধারণ সম্পাদক নুরুন্নবীর মা’র মৃত্যুতে শোক
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: সোনাতলা থিয়েটারের সাবেক সাধারণ সম্পাদক রমজান আলী নুরুন্নবীর মা জোবেদা বেগমের মৃত্যুতে …