মো. আব্দুল ওয়াদুদ, বগুড়া প্রতিনিধি : বুধবার দুপুরে বগুড়ায় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচীর ১০ টাকা কেজি দরে অবৈধভাবে মজুদ রাখা ৬৮ বস্তা চাল আটক করেছে ভ্রামমান আদালত। ভ্রামমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আবুল হায়াত। ঘটনাটি ঘটেছে বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়নের বারপুর রাডার মোড় এলাকায়। স্থানীয় এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাননীয় প্রধানমন্ত্রীর ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ১০ টাকা কেজীদরে চাল সুবিধাভোগীদের মাঝে বিতরণ করা হচ্ছে। সেই চাল কিছু অসাধু ব্যবসায়ীরা সুবিধাভোগীদের ভুল বুঝিয়ে ক্রয় করে তা মজুদ করে রেখেছে এমন তথ্যের ভিত্তিতে বগুড়া সদর এর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবুল হায়াত এর নেতৃত্বে ভ্রামমান আদালত পরিচালিত হয়। প্রথমেই আদালত বগুড়া সদরের দক্ষিনপাড়া এলাকার জয়নাল আবেদীন এর পুত্র রুবেল হোসেন(৩৫) এর দোকানে অভিযান চালায়। এসময় দোকান থেকে সরকারী সিলকৃত চালের ৫৪টি বস্তা আটক করে বিচারক এবং হাকিরমোড় এলাকার দুলু মন্ডল এর পুত্র মনিরুজ্জামান পলাশ এর দোকানে অভিযান চালিয়ে ১০ টাকা কেজী দরের সরকারী চালের ১৪টি বস্তা সহ সর্বমোট ৬৮টি চালের বস্তা জব্দ করেন আদালত। এ ব্যাপারে ভ্রামমান আদালতের বিচারক আবুল হায়াত জানান, খাদ্যবান্ধব কর্মসূচীর ৬৮টি চাল সহ বস্তা আমরা আটক করেছি, এসব চাল নিয়মানুযায়ী নিলামে তুলে তার অর্থ সরকারী কোষাগারে জমা দেওয়া হবে। তিনি সাংবাদিকদের প্রশ্নের এক জবাবে বলেন, যেসব ডিলার সুবিধাভোগীদের চাল না দিয়ে তাদের অর্থের লোভ দেখিয়ে বা ভুল বুঝিয়ে টাকা দিয়ে স্বাক্ষর নিবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Check Also
সোনাতলা থিয়েটারের সাবেক সাধারণ সম্পাদক নুরুন্নবীর মা’র মৃত্যুতে শোক
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: সোনাতলা থিয়েটারের সাবেক সাধারণ সম্পাদক রমজান আলী নুরুন্নবীর মা জোবেদা বেগমের মৃত্যুতে …