মো. আব্দুল ওয়াদুদ, বগুড়া প্রতিনিধি : বগুড়া জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার কুদরত-ই-খুদার বিরুদ্ধে পাওনা টাকা দাবীর অভিযোগে বেদম মারপিট ও প্রাণনাশের হুমকির প্রেক্ষিতে ব্যক্তিগত ও পারিবারিক নিরাপত্তা দাবীতে সংবাদ সম্মেলন করেছেন এক ব্যবসায়ী। সোমবার বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবী করেন শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ লেনের আর্ট লাইন কমিউনেকেশনস এর স্বত্বাধিকারী আহমেদ সাব্বির। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাব্বির বলেন, কুদরত ই খুদা শুভ নামের এক সহকারি পুলিশ সুপার গত ১২ মে রাতে ফোন করে বগুড়া পুলিশ লাইন্স এর অফিসার্স মেসে ডেকে নিয়ে বেদমভাবে প্রহার করে। গুরুতর আহত অবস্থায় তাকে রিক্সায় তুলে পাঠিয়ে দিয়েছেন । পুলিশ বিভাগে তিনি গত ১ বছর ধরে সরবরাহকারী হিসেবে ব্যবসা করে আসছেন। তার সরবরাহ করা মালামালের প্রাপ্য বিল প্রদান করা নিয়ে উক্ত পুলিশ সহকারী সুপারের সাথে তার মনোমালিন্য হয়। বিষয়টি তিনি উর্ধতন কর্মকর্তা ও পুলিশ সুপারকে জানালে তার ওপর ক্ষিপ্ত ছিলেন কুদরত ই খুদা শুভ। পরে পুলিশ বিভাগের কাছে সরবরাহ করা একটি মগের বিল নিয়ে পুলিশ বিভাগের বাইরের একজন পাওনাদারকে খুজে বের করে উক্ত পুলিশ কর্মকর্তা তাকে হেনস্থা করার পরিকল্পনা করেন। পরিকল্পনা মাফিক তিনি গত ১২ মে রাতে মোবাইল ফোনে তাকে ও এক পাওনাদেরকে বগুড়া পুলিশ লাইন্সের অফিসার্স মেসে ডেকে আনেন। ওই পাওনাদারকে কেন আমি টাকা দেইনি তা’ জানতে চান। আমি কারণ ব্যাখ্যা করলেও এবং আমার ওপর ওই পাওনাদারের কোন অভিযোগ না থাকলেও তিনি তার ব্যক্তিগত জিঘাংসা চরিতার্থ করতে আমাকে বেদমভাবে লঠিপেটা করেন। মারের চোটে আমি নেতিয়ে পড়লে অন্যদের অনুরোধে আমাকে রাস্তায় এনে রিক্সায় তুলে দেন। সেখান থেকে বেরিয়ে আমি চিকিৎসা নিয়ে পরদিন পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেই। পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক সিনিয়র কর্মকর্তারা তাকে ও আমাকে ডেকে বিষয়টির সম্মানজনক নিষ্পত্তির উদ্যোগ নেন। কিন্তু সেখানেও তিনি উদ্ধতভাবে তাকে হুমকি দেন এবং ভবিষ্যতে তার পরিবারকেও পঙ্গু করার ঘোষনা দেন। এই ঘটনার পর থেকে সাব্বির শারীরীক ও মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন এবং স্বাভাবিকভাবে চলা ফেরা করতেও ভয় পাচ্ছেন বলে জানিয়েছেন।
Check Also
সোনাতলা উপজেলা আ’লীগের নবনির্বাচিত সভাপতি ও সম্পাদককে সংবর্ধনা দিলো মানবিক বাংলাদেশ সোসাইটি
আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় মানবিক বাংলাদেশ সোসাইটি সোনাতলা উপজেলা শাখা কর্তৃক উপজেলা আওয়ামী …