মো: আব্দুল ওয়াদুদ,বগুড়া প্রতিনিধি : বগুড়ায় কবরস্থান থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা ১২ টার দিকে বগুড়া শহরের তেলীপুকুর এলাকায় মহাসড়ক সংলগ্ন কবরস্থান থেকে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
স্থানীয় সূত্রে জানাগেছে, সোমবার সকাল থেকে কবর স্থানের আশেপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন খোজাখুজির একপর্যায় কবরস্থানের ভিতরে জঙ্গলের মধ্যে এক ব্যক্তির লাশের সন্ধান পায়। পরে থানায় সংবাদ দিলে পুলিশ তা উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠায়।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম জানান ধারনা করা হচ্ছে ১০-১২ দিন আগে ওই যুবককে হত্যা করে লাশ কবরস্থানে ফেলে রাখা হয়। দেহে পচন ধরায় স্থানীয় লোকজন কেউ চিনতে পারেনি। তিনি বলেন আনুমানিক ৩০ বছর বয়সী নিহত যুবকের পরনে কালো রং এর জিন্সের প্যান্ট ও সবুজ রং এর গেঞ্জি ছিল।
Check Also
সোনাতলা থিয়েটারের সাবেক সাধারণ সম্পাদক নুরুন্নবীর মা’র মৃত্যুতে শোক
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: সোনাতলা থিয়েটারের সাবেক সাধারণ সম্পাদক রমজান আলী নুরুন্নবীর মা জোবেদা বেগমের মৃত্যুতে …