মোঃ আব্দুল ওয়াদুদ,বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ায় করোনায় একদিনে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা পজিটিভ ছয়জন এবং উপসর্গে ৫জন মারা গেছেন। জেলার তিনটি হাসপাতালে সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়। করোনায় মৃতরা হলেন- জেলার শাজাহানপুরের পারভীন(৩৫), শিবগঞ্জের ফজলুর রহমান(৬৫), শজিমেক হাসপাতালের সিনিয়র নার্স ও গাবতলী উপজেলার বাসিন্দা দুলালী বেগম(৪০), ফেরদৌস আলম(৫৮), জয়নাল আবেদীন(৭৮) এবং হেলেনা বেগম (৪৮)। একই সময় জেলায় ৫১৪ নমুনা পরীক্ষায় নতুন করে আরও ১৩৫জন শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ২৬ দশমিক ২৬ শতাংশ। এদের মধ্যে সদরে ৭৩, শেরপুরে ১৮, শাজাহানপুরে ৮, সারিয়াকান্দি ৭, ধুনটে ৭, দুপচাঁচিয়ায় ৬, কাহালুতে ৪, গাবতলীতে ৪, আদমদীঘি ৩, নন্দীগ্রামে ৩, সোনাতলা ও শিবগঞ্জে একজন করে। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন মঙ্গলবার নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ সব তথ্য জানান। তিনি আরো জানান, জেলায় এ পর্যন্ত মোট ১৮ হাজার ৩৯৯ জন করোনায় আক্রান্ত, ৫৪৫ জনের মৃত্যু এবং ১ হাজার ৯০৮জন করোনায় চিকিৎসাধীন রয়েছেন। এদিকে বিশেষায়িত কোভিড সরকারী মোহাম্মাদ আলী হাপসাতালে গত সপ্তাহের তুলনায় করোনা রোগী ভর্তির চাপ কিছুটা কমেছে। হাসপাতাল কর্তপক্ষ বলেছেন, এই মূহুর্তে এ হাসপাতালে কিছু সাধারন শয্যা ফাঁকা রয়েছে। তবে আইসিইউ বেড ফাঁকা নেই।
Check Also
সোনাতলায় জাতীয় শিশু সপ্তাহ উদযাপিত
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় জাতীয় শিশু সপ্তাহ উদযাপিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে …