মোঃ আব্দুল ওয়াদুদ ,বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় দিন দিন করোনা রোগী কমছে। বুধবার পর্যন্ত জেলায় সরকারী হিসেবে করোনা রোগী ছিল ৯৫২ জন। তারা সরকারি বেসরকারি হাসপাতাল ও নিজ নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে ২৬জন আক্রান্ত এবং সুস্থ্য হয়েছেন ৪৩জন। এ ছাড়া বুধবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রোকসানা আকতার (৫০) নামের এক নারী মারা গেছেন। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা হলো ২৯২জন। সূত্র আরো জানায়, দুটি পিসিআর ল্যাবে ২৬০ টি নমুনা পরীক্ষায় ২৬জন করোনা সনাক্ত হন। শনাক্তের হার শতকরা ১০ ভাগ। এর আগে শনাক্তের হার ছিল ৩০ ভাগ পর্যন্ত।
Check Also
সারিয়াকান্দিতে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
সাহাদত জামান: বগুড়া সারিয়াকান্দিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব ১৭ এর শুভ উদ্বোধন করা হয়েছে। …